পূর্বাভাস মতো রবিবারের বিকেলে শিলাবৃষ্টি দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে। ভ্যাপসা দিনে স্বস্তি বয়ে আনল এই বৃষ্টি। তবে আম-সহ অন্যান্য ফসল চাষের ক্ষতি হল বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা। বৃষ্টির জেরে তীব্র যানজটও হল বেশ কিছু রাস্তায়।রবিবার দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হল। বিক্ষিপ্ত ভাবে চলল প্রায় দু’ঘণ্টা। সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে। জয়নগর, বারাসত-সহ বেশ কিছু এলাকায় বাসিন্দারা বৃষ্টি নামতেই ঘর থেকে বেরিয়ে এসে শিল কুড়োতে শুরু করেন। তবে এই শিলাবৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। বিশেষত আমচাষের দারুণ ক্ষতি হয়েছে। কারণ আমের গায়ে শিল পড়লে তা নষ্ট হয়ে যায়। এই কারণে বাড়তে পারে আমের দাম। টানা বৃষ্টির কারণে যানজট তৈরি হয়েছে বিটি রোডেও।