প্রতিবেদন ও সম্পাদনা: তীর্থঙ্কর
২৩৬ দিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানে বিক্ষোভ করে চলেছেন রাজ্য সরকারি গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। একাধিক বার তাঁরা বিভিন্ন ভাবে নিজেদের প্রতিবাদ ব্যক্ত করেছেন। বাংলা নতুন বছরের প্রথম দিনে বিক্ষোভ দেখাতে ধর্নামঞ্চে গণেশ পুজোর আয়োজন করলেন আন্দোলনকারীরা। দাবি করলেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও। তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের গ্রুপ ডি দফতরের দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী, কোনও আইনি জটিলতাও নেই, তা সত্ত্বেও তাঁদের নিয়োগ আটকে রয়েছে।