Rajbhaban

নববর্ষে ‘আনন্দ’ সংবাদ, রাজভবনের দরজা খুলল সাধারণের জন্য

রাজ্যবাসীকে নতুন বছরের জন্য বাংলায় শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৩:৪৫
Share:
Advertisement

পয়লা বৈশাখ রাজভবনের দ্বার খুলে দেওয়া হল জনসাধারণের জন্য। ২২০ বছর বাদে রাজভবন ঘুরে দেখার সুযোগ পাবেন সাধারণ নাগরিকেরা। এ দিন রাজভবনে ‘হেরিটেজ ওয়াকে’র সূচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কবিতা কৃষ্ণমূর্তির পাশাপাশি এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথি ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।

এই ‘হেরিটেজ ওয়াকে’ রাজভবনের ভিতরে ও বাইরে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। পরে বিকেল ৫টা থেকে নাচ-গান-আবৃত্তি-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে রাজভবনে। বাংলার সংস্কৃতিকে উদ্‌যাপন করতে ‘কলা ক্রান্তি মিশনে’র উদ্বোধন করা হবে। থাকবে রাজ্যপালের নিজস্ব ভাবনায় তৈরি ‘আনন্দ ধারা’ শীর্ষক অনুষ্ঠানও। স্বাধীনতার ৭৫ বছর বাদে, বাংলা নববর্ষের দিন ‘জন রাজভবন’ হয়ে ওঠার পথে পা বাড়াল বাংলার রাজ্যপালের স্থায়ী আস্তানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement