প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, ভাষ্য: সুবর্ণা, সম্পাদনা: শুভাশিস
গঙ্গাসাগরে মকর সংক্রান্তির তিথিতে দেশের নানান প্রান্ত থেকে জনসমাগম। ভাগীরথীতে ডুব দিয়ে বাছুরের লেজ ধরে বৈতরণী পারের কামনা, কপিলমুনির আশ্রমে পুজো বা আগত সন্ন্যাসীদের চরণ ছুঁয়ে আশীর্বাদ নেওয়া— পুণ্য লাভের আকাঙ্ক্ষায় এ সবই সাগরের চিরাচরিত প্রথা। ডিজিটাল যুগে এর সঙ্গে জুড়েছে নতুন রং। মুঠোফোনে সন্ন্যাসীদের ছবি বন্দী করে রাখতে বা তাঁদের সঙ্গে নিজস্বী তুলতে ব্যস্ত অনেকেই। নতুন এই প্রথায় কী বলছেন গঙ্গাসাগরের সাধুরা?