প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: শুভদীপ ও ঋতুরাজ, সম্পাদনা: ঋতুরাজ
পাহাড়ের কুয়াশায় অদেখা শব্দেরা রহস্য তৈরি করে। সে রহস্যে মিশে আছে ‘কাবেরী অন্তর্ধান’। মনে আসছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের, ‘‘শ্রাবন্তী যে দিন শ্যুটে এল, দেখি সোনালি চুল। আমি বললাম, ‘সর্বনাশ’। ওই ঠান্ডায় মুহূর্তের মধ্যে শ্রাবন্তী চুল কালো করে নিল। বদলে গেল ওর মুখের ভাষা।’’ কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর দর্শকদের কোনও দিন হতাশ করতে চাননি। ‘কাবেরী অন্তর্ধান’ সেই জায়গা থেকেই না দেখা রহস্য, দেখা প্রেমের মায়ায় ঘেরা ছবি।