প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই নিয়োগ বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন উপাচার্যদের একাংশ। তাঁদের দাবি রাজ্যপাল নিয়ম ভাঙ্গায় উৎসাহ দিয়েছেন। রাজভবনে সরাসরি রিপোর্ট না পাঠানোয় তাঁদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে তাঁরা দাবি করেছেন। অন্যদিকে বিকাশ ভবনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পরে ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের ৩ মাসের জন্য পুনরায় বহাল করেছিলেন। পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা না করেই একাধিক বিশ্ব বিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেন। যা নিয়ে শুরু হয় বিতর্ক। শিক্ষামন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। এমনকি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান টুইটে। তার পরই প্রাক্তন উপাচার্যদের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।