প্রতিবেদন, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুবর্ণা
অবন ঠাকুর, নন্দলাল থেকে গৌরী ভঞ্জ— বাংলার শিল্পের ইতিহাসে শান্তিনিকেতনের কলাভবনের আলপনা চর্চা এক অন্য মাত্রা যোগ করেছে। গ্রাম বাংলার প্রকৃতির থেকে উঠে আসা নকশাই প্রাণ শান্তিনিকেতনি আলপনার। অবন ঠাকুর তাঁর ‘বাংলার ব্রত’তে লিখছেন, বাঙালির উৎসব হল শিল্প সৃজনের ছুতো। এক কালে উৎসবের বাংলা সেজে উঠত চালের পিটুলির রঙে, মেয়েলি হাতের আঁকিবুকিতে। আজকের রঙ্গোলির দাপটে বাঙালি বাড়ির থেকে বিদায় নিয়েছে সনাতনী আলপনা। সেই আলপনারই এক কর্মশালায় বিভিন্ন বয়সের মানুষকে নকশার পাঠ দিতে এসেছিলেন সুধীরঞ্জন মুখোপাধ্যায়। শান্তিনিকেতনের প্রাক্তনী, গৌরী ভঞ্জ ও যমুনা সেনের ধারায় শিক্ষিত সুধীরঞ্জনের কাছে আনন্দবাজার অনলাইন শুনল বাংলার নিজস্ব আলপনার গল্প।