দোকান থেকে টেনে বার করা হচ্ছে পচা চপ, মিষ্টি, শিঙাড়া। ফেলা হচ্ছে আবর্জনার পাত্রে। এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুর এলাকায়। খাবারের দোকানে অভিযানে গিয়েছিলেন মহিলা খাদ্য সুরক্ষা আধিকারিক। তাঁর নির্দেশেই হল এই কাণ্ড।চন্দ্রকোনা শহরের বেশ কিছু রেস্তরাঁ, হোটেল, চপের দোকান, মিষ্টির দোকানে অভিযান চালান চন্দ্রকোনার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক দেবারতি জোয়াদার। গাছশীতলা, গোঁসাইবাজার, দক্ষিণবাজার, গোবিন্দপুর, ঠাকুরবাড়ি বাজার-সহ একাধিক জায়গায় ঝাঁ-চকচকে দোকানে ক্রেতাদের খাওয়ানো হচ্ছিল বাসি-পচা খাবার বলে অভিযোগ। কিছু দোকান চলছিল লাইসেন্স ছাড়া। একাধিক বার সতর্ক করেও লাভ হয়নি। অভিযোগ পেয়ে অভিযানে নামল খাদ্য সুরক্ষা দফতর। বেশ কিছু দোকানের মালিককে নোটিস পাঠিয়েছে খাদ্য সুরক্ষা আধিকারিক।