সকাল ১১টার আগেই নিজাম প্যালেসের সিবিআই দফতরে ঢুকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত পৌনে ন’টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “নির্যাস আস্ত অশ্বডিম্ব।”