কংসাবতী ক্যানেলের জলে বিঘার পর বিঘা আলুর ক্ষেত জলের তলায়। গোঘাট এক নম্বর ব্লকের শেওড়া, কুমোরশা বালি অঞ্চলের ঘটনা। রবিবার রাত থেকেই জল ঢুকতে শুরু করে জমিতে। পাম্পের সাহায্যে জমি থেকে জল বের করার চেষ্টা করেন চাষিরা। চাষিদের অভিযোগ, সত্যচরণ মালিক বলেন, প্রতিশ্রুতি মতো জল ছাড়ার আগে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। আলু নষ্ট হওয়ার আশঙ্কায় ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তা চাষিদের।