টুইটার অধিগ্রহণের পর মাস দুয়েকও হয়নি, এরই মধ্যে ‘বিদ্রোহ’! গণ ভোটাভুটিতে এলন মাস্কের পদত্যাগের পক্ষেই রায় সিংহভাগ ভোটদাতার। মাইক্রোব্লগিং এবং সোশাল নেটওয়ার্কিং পরিষেবা প্রদানকারী সংস্থা টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ান এলন মাস্ক, চাইছেন ৫৭.৫ শতাংশ ভোটদাতা। অন্যদিকে ভোটে অংশ নেওয়া ৪২.৫ শতাংশ টুইটার ব্যবহারকারী টেসলার সিইও এলন মাস্ককেই টুইটারের মাথায় দেখতে চান। সংখ্যাগরিষ্ঠের এই মতকে প্রাধান্য দিয়ে প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন এলন। শুধু তাই নয়, ভবিষ্যতে টুইটারে কোনও নতুন নীতি প্রণয়ন কিংবা রদবদলের ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারদের মতামত নিয়েই তা করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে টুইটারের সিইও-র পদ থেকে তিনি আদৌ পদত্যাগ করছেন কিনা, এ বিষয়ে এখনই কিছু খোলসা করেননি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি।