Recruitment Scam

এক হাজার প্রার্থীর থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন! আদালতে দাবি ইডির

ওএমআর শিটে কারচুপি থেকে প্রভাবশালীদের টাকা পৌঁছে দেওয়া, আদালতে অয়নের একাধিক কীর্তি ফাঁস!

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ২১:০৯
Share:
Advertisement

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীলকে জেরায় মিলেছে বিস্ফোরক তথ্য! শনিবার অয়নকে আদালতে তোলার পর ইডির তরফে জানানো হয়েছে, চাকরি দেওয়ার নামে এক হাজার প্রার্থীর থেকে প্রায় ৪৫ কোটি টাকা তুলেছিলেন অয়ন। তাঁর ৩০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দফায় দফায় আট কোটি টাকা ঢুকেছে। ইডি আরও দাবি করেছে, প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও এক কোটি টাকা দিয়েছিলেন অয়ন। তাঁর ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আটটি ফ্ল্যাট, পাঁচটি গাড়ি, একটি পেট্রল পাম্প, একটি হোটেলের হদিস পেয়েছে ইডি। আদালতে ইডি দাবি করেছে, দুর্নীতির টাকাতেই এ সব হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement