Droupadi Murmu

মঙ্গলবার সকালে বেলুড় মঠ পরিদর্শন রাষ্ট্রপতির, উপহার দেওয়া হল বই, শাল আর শাড়ি

মঙ্গলবার সকাল ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি পৌঁছন বেলুড়ে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা এবং অরূপ রায়। বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
বেলুড় শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৫:৪১
Share:
Advertisement

বেলুড় মঠ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে তিনি পৌঁছন বেলুড় মঠে। সাড়ে ৯টা পর্যন্ত মঠে ছিলেন তিনি। তাঁকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ-সহ অন্যরা।

মঙ্গলবার সকাল ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ রাষ্ট্রপতি পৌঁছন বেলুড়ে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা এবং অরূপ রায়। প্রথমে মূল মন্দিরে যান রাষ্ট্রপতি। সেখান থেকে ব্যাটারিচালিত গাড়িতে করে বেলুড় মঠের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি। স্বামী বিবেকানন্দের সভাঘর, তাঁর থাকার ঘর, সারদা মায়ের মন্দির-সহ বিভিন্ন জায়গায় যান তিনি। তাঁর হাতে তুলে দেওয়া হয় রামকৃষ্ণ, সারদা এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কিত বই, শাল, শাড়ি এবং প্রসাদ। বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, এই সফরে আপ্লুত রাষ্ট্রপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement