earthquake

বিপর্যয়ের মধ্যেই আবার কাঁপল মধ্য তুরস্ক, মৃতের সংখ্যা সাড়ে চার হাজারেরও বেশি

ভারত থেকে সাহায্যের প্রয়োজনীয় উপকরণ নিয়ে প্রথম সদস্য দল পাড়ি দিয়েছে তুরস্ক ও ইরানের ভূমিকম্পে বিপর্যস্ত এলাকায়, জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৬
Share:
Advertisement

বিপর্যয় সামাল দেওয়ার আগেই মঙ্গলবার সকালে আবারও কেঁপে উঠল মধ্য তুরস্ক। সোমবারের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক, সিরিয়া, লেবাননে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার হাজার। তুরস্কের ভয়াবহ ঠাণ্ডা ও বৃষ্টির মধ্যেই তেরো হাজার জনের দল চালাচ্ছে উদ্ধারকাজ। তবে জল ও অক্সিজেনের সংকট প্রতি মুহূর্তে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ইরাক ও ইরান থেকে পৌঁছেছে চিকিৎসার সরঞ্জাম। ভারত থেকে ওষুধ, প্রশিক্ষিত কুকুর-সহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে প্রথম সদস্য দল পাড়ি দিয়েছে তুরস্কে, জানিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। এছাড়াও, ইংল্যাণ্ড, অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। ইস্তানবুল বিমানবন্দরে লক্ষাধিক মানুযের ভিড়ের ছবি সামনে এসেছে। ঘটনার ভয়াবহতায় স্তব্ধ সকলে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement