ভিডিয়ো সৌজন্য: পিটিআই
বছরে প্রায় তিন লক্ষ কোটি টাকার হিরের কেনাবেচা চলে এ শহরে। দেশে সুরতের আর এক পরিচয় ‘হিরের শহর’ বলে। মহীধরপুর, মিনি বাজার আর চোকসি বাজার— মূলত এই তিনটি বাজারকে কেন্দ্র করে চলে হিরের স্থানীয় ব্যবসা। সুরতের হিরের বাজারের বিশেষত্ব রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোটি কোটি টাকার হিরের বিকিকিনি। বছরের পর বছর ধরে এই একই ছবি দেখা যায় ‘হিরের শহরে’।