Malda Medical College & Hospital

শিশুরোগ নির্ণয়ে নতুন ইউনিট চালুর পথে মালদহ মেডিক্যাল কলেজ, তৈরি হচ্ছে পরিকাঠামো

নয়া ইউনিটের সবরকম পরিকাঠামো তৈরি। শিশু বিভাগের চিকিৎসক ছাড়াও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা পরিষেবা দেবেন এখানে। সদ্যোজাত থেকে ১৮ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত সকলেই পাবেন পরিষেবা।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৮:২৭
Share:
Advertisement

শিশুদের জন্মগত কোনও ত্রুটি থাকলে বা বিকাশের ক্ষেত্রে কোনও সমস্যা হলে আগাম সেই রোগ চিহ্নিত করতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শীঘ্রই চালু হচ্ছে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার। ইতিমধ্যেই এই নয়া ইউনিটের সবরকম পরিকাঠামো তৈরি। শিশু বিভাগের চিকিৎসক ছাড়াও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা পরিষেবা দেবেন এখানে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাত থেকে ১৮ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত সকলেই এই ইউনিটে সেন্টারে চিকিৎসা পরিষেবা পাবেন। জন্মের পরেই সব শিশুর পরীক্ষা করা হবে। যদি কোনও শিশুর রোগ ধরা পড়ে, তা হলে তাকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এই কেন্দ্র থেকে। এই কেন্দ্রে আধুনিক বিভিন্ন চিকিৎসা পরিকাঠামো রয়েছে বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement