Recruitment

আন্দোলন-মামলার মধ্যেই ‘গ্রুপ সি’ পদে নিয়োগের কাউন্সেলিং হয়ে গেল বৃহস্পতিবার

শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ৮৪২ জনের চাকরি বাতিলের ফলে যে-সব পদ শূন্য হয়েছে, প্রতীক্ষা-তালিকা থেকে সেখানে নিয়োগ করতে চলেছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ২০:৩৪
Share:
Advertisement

বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেননি। তাই স্কুলে ‘গ্রুপ সি’ বা তৃতীয় শ্রেণির কর্মী-পদে নিয়োগের কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হল বৃহস্পতিবার। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ৮৪২ জনের চাকরি বাতিলের ফলে যে-সব পদ শূন্য হয়েছে, প্রতীক্ষা-তালিকা থেকে সেখানে নিয়োগ করতে চলেছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। এ দিন সকাল ১১টা থেকে সল্টলেকের আচার্য ভবনে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার ১০০ জনকে কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement