Tripura

‘আমি নিশ্চিত যে এখানে বিজেপি আবার সরকার গঠন করবে,’ ত্রিপুরায় জয় নিয়ে আশাবাদী মানিক সাহা

বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ৬০টি আসনে ২৮ লক্ষেরও বেশি মানুষ ভোট দেবেন, যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১৩ লক্ষের বেশি।

সংবাদ সংস্থা
ত্রিপুরা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৯
Share:
Advertisement

সকাল ৭টা থেকে ত্রিপুরার ৬০টি আসনে চলছে বিধানসভা নির্বাচন। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ত্রিপুরায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই অশান্তির খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে। ধনপুর কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিম ত্রিপুরায় সকাল ৯টা পর্যন্ত ১৪.৫৬ শতাংশ ভোট পড়েছে। ধলাইতে পড়েছে ১৩.৬২ শতাংশ, গোমতীতে ১২.৯৯ শতাংশ, খোয়াইয়ে ১৩.০৮ শতাংশ। উত্তর ত্রিপুরায় এবং দক্ষিণ ত্রিপুরায় ভোট পড়েছে যথাক্রমে ১২.৭৯ শতাংশ এবং ১৪.৩৪ শতাংশ। আগরতলায় ভোট দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, “আমি নিশ্চিত যে এখানে বিজেপি আবার সরকার গঠন করবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement