প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক
কলকাতা পুরসভার অস্থায়ী কর্মীদের মজুরি বৃদ্ধি, স্থায়ীকরণ-সহ বিভিন্ন দাবিতে সোমবার পুরসভা অভিযানের ডাক দেয় সিটু অনুমোদিত দু’টি সংগঠন। এ ছাড়াও তাদের দাবি পিএফ সঠিক সময়ে জমা করতে হবে, গ্র্যাচুইটি চালু করতে হবে এবং মাসের সাত তারিখের মধ্যে ১০০ দিনের কর্মীদের রাজ্য সরকারের ঘোষিত ন্যূনতম মজুরি দিতে হবে। বিক্ষোভকারীদের চার জনের একটি প্রতিনিধিদল মেয়র ফিরহাদ হাকিম ও পুর কমিশনার বিনোদ কুমারের সঙ্গে দেখা করে দাবিপত্র জমা দেন।