চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, তিনি বিধাননগর পুলিশের ডিসি থাকার সময় দেখেছিলেন, মেয়েদের আত্মরক্ষা জরুরি। সোমবার হুগলি গার্লস স্কুলের ৪০ জন ছাত্রী প্রশিক্ষণ নিতে এসেছিলেন। শহরের বিভিন্ন স্কুলের ছাত্রীদের দেওয়া হবে প্রশিক্ষণ। এর সঙ্গে মানসিক শক্তি বৃদ্ধির জন্য মেডিটেশন ও যোগা ক্লাসও করানো হবে। কমিশনার জানিয়েছেন, ইভটিজিংয়ের শিকার হলে বা বিপদে পড়লে ছাত্রীরা মোবাইলে ভিডিয়ো করে চন্দননগর পুলিশের দেওয়া নম্বরে পাঠিয়ে দিতে পারে, সাহায্য করবে পুলিশ।