চলে গেলেন হ্যারি বেলাফন্টে। বয়স হয়েছিল ৯৬। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। শুধু গায়ক হিসাবে নিজের পরিচয়কে সীমাবদ্ধ রাখেননি। আমেরিকায় অধিকার আন্দোলনের অন্যতম নাম হিসাবেও স্মরণীয় হয়ে রয়েছেন তিনি। ‘দ্য বানানা বোট সং’, ‘জাম্প ইন দ্য লাইন’ থেকে ‘কারমেন জোন্স’, ‘আইল্যান্ড ইন দ্য সান’, ‘অডস এগেনস্ট টুমরো’— একের পর এক জনপ্রিয় গানে আলোড়ন তুলেছিলেন ক্যারিবিয়ান-আমেরিকান এই শিল্পী। তাঁর ‘জামাইকা ফেয়ারওয়েল’ গানে মেতেছে বিশ্ব, বাদ যায়নি এ দেশও।