Mughal Empire

মোগলদের ইতিহাস কেন পড়ব, পর্ব ৩

দেবেন ঠাকুর, রবীন্দ্রনাথ, বা সত্যজিৎ রায়— বাঙালি রেনেশাঁসে মিশে আছে মোগলদের ইন্দো-পারসিক সংস্কৃতির ছোঁয়া, মত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত দে-র।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৯:১২
Share:
Advertisement

এনসিইআরটি-র দ্বাদশ শ্রেণির ইতিহাস পাঠ্যক্রম থেকে বাদ মোগল সাম্রাজ্য। বিতর্ক দেশ জুড়ে। পড়ুয়াদের বোঝা কমানোর জন্যই এই সিদ্ধান্ত, দাবি এনসিইআরটি-র ডিরেক্টর দীনেশপ্রসাদ সাকলানির। শিক্ষা মহলের একাংশের প্রশ্ন, পড়ুয়াদের চাপ কমাতে শুধু মোগল ইতিহাসেই কোপ কেন। ‘মোগলদের ইতিহাস কেন পড়ব’, এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার অনলাইন মুখোমুখি এ রাজ্যের শিক্ষক ও ইতিহাসবিদদের। পর্ব ৩-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্য ও আধুনিক ভারতের ইতিহাসের ‘আশুতোষ অধ্যাপক’ ইতিহাসবিদ অমিত দে। তাঁর বক্তব্য, উনিশ-বিশ শতকের বাঙালি জীবনে মোগলদের প্রভাব সুস্পষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement