Argentina

ব্রাজ়িল ভক্তের ‘দলবদল’, সেমিফাইনালে মেসির বিরুদ্ধে ক্রোয়েশিয়াকেই সমর্থন!

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা। মেসিদের পরাজয় দেখতে ক্রোয়েশিয়াকেই সমর্থন ব্রাজ়িল ভক্তের।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৭:৩৩
Share:
Advertisement

আরও একবার দলবদলের সাক্ষী থাকল কলকাতা। সৌজন্যে বিশ্বকাপ। একেবারে হৃদয় উজাড় করা ব্রাজ়িলীয় ভক্ত, নেমারদের ছুটি হতেই ‘দলবদল’। যে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজ়িল হেরেছে, সেই ক্রোয়েশিয়াকেই সমর্থন! ‘‘ব্রাজ়িলকে হারিয়েছে, আর্জেন্টিনাকেও হারাবে’’, কায়মনোবাক্যে চাইছেন দক্ষিণ কলকাতার ব্রাজ়িল সমর্থক স্বরাজ দাস। সঙ্গে পেলেন আরেক ব্রাজ়িল ভক্ত অরুণাভ মুখোপাধ্যায়কে। একই পাড়ায় এখন কার্যত ‘ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি’। মারাদোনা বিশ্বকাপ জিতেছেন, এবার মেসিও জিতবেন। ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল, আর তারপর ফ্রান্স কিংবা মরক্কোকে উড়িয়ে স্বপ্নজয়— আর মাত্র ২টো ম্যাচ, লিওনেল মেসির জন্য আশায় বুক বাঁধছেন ভক্তরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement