প্রতিবেদন: প্রচেতা
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন তাঁরা। সেই সূত্রেই তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়। ইডির সমন পেয়ে এক দিন আগেই বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ সিজিওতে পৌঁছন বনি। দুপুরে মধ্যাহ্নভোজের বিরতি চলাকালীন তিনি বাইরে বেরোন। সেখানেই উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি দাঁড়িয়ে কুন্তলের সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্কের কথা জানান বনি। বলেন, ২০১৭ সালে কুন্তলের সঙ্গে তাঁর আলাপ। জিরাটে একটি অনুষ্ঠান করতে গিয়ে কুন্তলের সঙ্গে তাঁর আলাপ। পরে ‘ভাল সম্পর্কে’র জেরে বনিকে গাড়ি কিনতে সাহায্য করেন কুন্তল। তবে বনি জানিয়েছেন, তিনি ২৫-২৬টি অনুষ্ঠান করেছেন কুন্তলের হয়ে, তাই ওই টাকা তাঁর বৈধ পারিশ্রমিক।
এ দিন দুপুরের বিরতির পর আবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বনি। দুপুরে মধ্যাহ্নভোজের জন্য বেরনোর সময় সিজিও কমপ্লেক্সের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বললেও, জেরা শেষে আর তাঁদের সঙ্গে দেখা করেননি অভিনেতা। তাঁর গাড়ি সিজিও কমপ্লেক্সের সামনের গেট দিয়ে আগেই বেরিয়ে গেলেও বনি নিজে ৯টা ২০ নাগাদ বের হন। আগামী দিনে তাঁকে আবার ইডি তলব করে কিনা সেটাই এখন প্রশ্ন।