ফের জঞ্জাল ফেলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল বারাসত পুরসভা। কদম্বগাছিতে নির্দিষ্ট স্থানে জঞ্জাল ফেলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হত পুরকর্মীদের। তার বদলে খিলকাপুর পঞ্চায়েতের চাটুরিয়া গ্রামে নতুন করে জঞ্জাল ফেলতে শুরু করেছিল বারাসত পুরসভা। এ বার সেখানেও বিক্ষোভের মুখে পড়লেন পুরকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, ভ্যাটের গন্ধে টেকা দায়। গন্ধ যাতে না বার হয়, তাই ভ্যাটের আধুনিকীকরণ করার দাবি তুলেছেন তাঁরা। বৃহস্পতিবার খিলকাপুর পঞ্চায়েতের চাটুরিয়া গ্রামে জঞ্জালের গাড়ি আটকে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, অবিলম্বে সেখানে জঞ্জাল ফেলা বন্ধ করতে হবে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাসত পুরসভার জঞ্জাল দফতরের সিআইসি এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য। তাঁরাও স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন। কী ভাবে সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে পুর কর্তৃপক্ষ আলোচনা শুরু করেছেন।