ছোটপর্দার রোহিত আর শালিনী। ‘ফুলকি’ ধারাবাহিকের দুই চরিত্র। সেটের আশেপাশে গেলেই তাঁদের অফস্ক্রিন রসায়ন চোখে পড়ে। বন্ধুত্ব যে বেশ জমে উঠেছে তা শুটিংয়ের নেপথ্য দৃশ্যেই স্পষ্ট। মনের মিলও কম নয় দুজনের। কীভাবে বন্ধুত্ব হল দুজনের?