Tusu festival

পুরুলিয়ার হাটে চৌডলের পসরা, বিক্রি না হওয়ায় মনখারাপ করমচাঁদদের

টুসু পরব উপলক্ষ্যে পুরুলিয়া জেলার হাটে টুসু বা চৌডলের পসরা, ক্রেতার অভাবে উপার্জনের চিন্তায় গ্রামীণ শিল্পীরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৬:৫৫
Share:
Advertisement

মকর সংক্রান্তিতে টুসু পরবের আগে পুরুলিয়া জেলার হাটেবাজারে পসরা বসেছে নানান রঙের টুসু বা চৌডলের, যদিও বিক্রি তেমন নেই। জয়পুর থানা এলাকার বড়টাঁড় হাটে বেশ কয়েকটি চমকপ্রদ টুসু বা চৌডল নিয়ে বামুনডিহি থেকে এসেছেন করমচাঁদ যোগী। কিন্তু ক্রেতার দেখা পাননি। এমন দৃশ্য হাটের প্রায় সব দোকানেরই। ধান চাষ ভালো না হওয়াকেই এই ঘটনার জন্য দায়ী করছেন সকলে। নিজস্ব পুঁজি জমিয়ে টুসু পরব পালন করে গ্রামীণ শিল্পকে বাঁচিয়ে রাখেন যাঁরা, বিক্রিবাটা না হলে এই ঐতিহ্য কী করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবেন, তাই নিয়ে চিন্তায় সকলেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement