প্রেম কিন্তু তাঁরও আসে। সারা রাত ধরে চিঠি লেখা, সারা ক্ষণ ওর কথা ভাবা, হাতে হাত রেখে ঘোরাঘুরি— সবটাই আছে, তবে ওইটুকুই। সম্পর্ককে এর থেকে বেশি দূর আর যেতে ইচ্ছা করে না। একে অপরের সঙ্গে সময় কাটাতে ভাল লাগলেও যৌনক্রিয়া ভাল লাগে না। যৌনতার প্রতি যেন বরাবরই এক ধরনের নিরাসক্তি। কেন এই নিরাসক্তি? তা হলে কি কোনও সমস্যা আছে? না কি এটাই তাঁর ব্যক্তিত্ব? এমন অনেকে আছেন, যাঁদের যৌনতার প্রতি কোনও আকর্ষণ নেই। কেমন তাঁদের যাপন? এ সব নিয়েই সোমবার আনন্দবাজার অনলাইনে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘কী করে বলব? সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানে এ সপ্তাহের বিষয় ছিল, ‘অযৌনতা’।