প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক ২০২৩-এর ফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। অভিনন্দন জানালেন এ বারের সফল পরীক্ষার্থী, রাজ্য সরকার ও পর্ষদের সমস্ত কর্মী-আধিকারিককে। এ বারের রিভিউ ও স্ক্রুটিনি গোটাটাই হবে অনলাইনে, জানাচ্ছে পর্ষদ। এই প্রথম তিনি পর্ষদ সভাপতির চেয়ারে, মাধ্যমিকের আনুষ্ঠানিক ফলপ্রকাশের দায়ভারও ছিল তাঁর কাঁধেই। মজার ছলে রামানুজ বলছেন, “মানুষ বিচার করবে আমি আমার দ্বিতীয় মাধ্যমিক পরীক্ষায় পাশ করলাম কিনা।”
মেধাতালিকায় জায়গা করে না নিতে পারলেও সামগ্রিক ভাবে কলকাতার ফল ভাল, দাবি রামানুজের। সঙ্গে এ-ও মনে করিয়ে দিতে ভুললেন না যে জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিকে অসফল হওয়া মানেই সব রাস্তা বন্ধ হয়ে যাওয়া নয়। পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া নিয়ে পর্ষদ চিন্তাভাবনা করছে বলেই দাবি রামানুজের। এ বারের ফল আগামী দিনে ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে বলেই মনে করেন তিনি। অনলাইন ক্লাসের প্রভাব বুঝতে আরও বেশ কিছু বছর সময় লাগবে বলেই তাঁর বিশ্বাস।