প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: সুব্রত
গান্ধীমূর্তি, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে শহিদ মিনারের মাঠ। এসএসএসি চাকরিপ্রার্থীদের অবস্থান থেকে মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভমঞ্চ— ধর্মতলা চত্বর এখন ‘ধর্নাতলা’। আন্দোলনের বয়স যত বাড়ছে, বাড়ছে মানুষের আনাগোনাও। মুখে হাসি ছবি দাস, জটুয়া মাহাতো, গিরিশ প্রসাদদের মতো আরও অনেকের। এঁদের মধ্যে কেউ চা বিক্রেতা, কেউ বা ভুট্টা বিক্রি করেন, কেউ আবার পাঁপড়ের দোকান দিয়েছেন। চাকরিপ্রার্থীদের আন্দোলন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবিতে অবস্থানের কারণে ব্যবসা বেড়েছে? আনন্দবাজার অনলাইন কথা বলল ধর্নাতলার ফেরিওয়ালাদের সঙ্গে।