প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানাল মার্চের শুরু থেকে মোট ৬ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। এই মহার্ঘ ভাতা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগমের কর্মীরাও। এই বিজ্ঞপ্তিতে অবশ্য সন্তুষ্ট নন বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীরা। তাঁদের অভিযোগ, সরকার বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। একই দাবি, সিপিএম নেতা সুজন চক্রবর্তীরও। সুজনের বক্তব্য, সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলন ‘হকের আন্দোলন’। যত দিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়া হচ্ছে এ রাজ্যে, তত দিন অবস্থান বিক্ষোভ ও অনশন চালিয়ে যেতে বদ্ধপরিকর আন্দোলনকারীরা।