শনিবার শেষ পর্যন্ত প্রায় দশ হাজার পুলিশ ঢুকে পড়ল লাহোরে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে। গ্রেফতার হলেন প্রায় ত্রিশ জন পিটিআই সমর্থক। বাড়িতে ঢোকার মুখে পাক পুলিশ ইমরানের বাড়ির চারপাশে জারি করল ১৪৪ ধারা। প্রসঙ্গত, তোষাখানা মামলায় অভিযুক্ত ইমরান খানকে গ্রেফতার করতে মঙ্গলবার সন্ধে থেকেই তৎপর হয়ে পাক পুলিশ। দফায় দফায় সংঘর্যে জড়ায় তেহরিক-ই-ইনসাফের সমর্থকদের সঙ্গে। লাহোর, ইসলামাবাদ পার করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পেশোয়ার, করাচি, ফয়জলাবাদেও। প্রতিরোধের ডাক দিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন ইমরান। আগুনে তা ঘৃতাহুতির মতো কাজ করে। আরও বিপুল সংখ্যক পিটিআই সমর্থকেরা রাস্তায় নামেন। অন্য দিকে, শনিবার তোষাখানা মামলার শুনানিতে হাজিরা দিতে ইসলামাবাদ যাচ্ছিলেন ইমরান। পথে তাঁর কনভয়ের একটি গাড়ি উল্টে গিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।