Manipur

তিন দিন পরেও থমথমে মণিপুর, মেইতেই-জনজাতি সংঘাতে রাজ্য ছাড়ছেন বাসিন্দারা

মেইতেই গোষ্ঠীর দাবির বিরোধিতায় বুধবার মিছিল করে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর’। সেখান থেকেই সংঘাতের সূচনা।

সংবাদ সংস্থা
ইম্ফল শেষ আপডেট: ০৬ মে ২০২৩ ২২:১০
Share:
Advertisement

বুধবার থেকেই জনজাতি গোষ্ঠী ও মেইতেই গোষ্ঠীর মধ্যে বিবাদে উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্য। তিন দিন কেটে গেলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এর মধ্যেই হিংসার বলি হয়েছেন ৫৪ জন। রাজ্য ছেড়ে পালাচ্ছেন অনেকেই। পেট্রল পাম্পে লম্বা লাইন। মণিপুরে ৩৫৫ ধারা জারি করে সেখানকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেরকম পরিস্থিতিতে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী তথা উত্তর-পূর্ব ভারতের অপর রাজ্য অরুণাচল প্রদেশের ভূমিপুত্র কিরণ রিজিজু এ দিন মণিপুরের অধিবাসীদের হিংসা থেকে বিরত হয়ে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন। এর আগে তাঁর নিজের রাজ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বক্সার এবং রাজ্যসভার সাংসদ মেরি কম। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মেরি বলেন, “মণিপুরের পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে।” ‘ভয়ঙ্কর অবস্থা’ সামাল দিতে ও শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement