প্রতিবেদন: শ্রাবস্তী, সম্পাদনা: শুভাশিস
শিমূল একাধারে অভিনেত্রী, গায়িকা ও পরিচালক। দীর্ঘ দিন ধরে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন ও তার অগ্রগতির সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। মুক্তিযুদ্ধের লড়াই দেখেছেন, পারিবারিকভাবে। স্বামী নাসিরুদ্দিন ইউসুফ সরাসরি মুক্তিযুদ্ধে থেকেছেন। বাংলাদেশে মুক্ত চিন্তার পরিবেশ সুনিশ্চিত করতে তিনি এখনও লড়াইয়ের ময়দানে। যুদ্ধের দাপট তাঁকে শিল্পী হিসেবে, মানুষ হিসেবে গড়ে তুলেছে। তাই, ধর্ম-রাজনীতির বিরোধের মাঝে দাঁড়িয়েও তিনি শিল্প চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার, জারি রাখার সঙ্কল্প নেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা, বাংলাদেশ থেকে আনন্দবাজার অনলাইনের সঙ্গে শিমূল ইউসুফ।