প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: শুভদীপ, সম্পাদনা: সুব্রত
তিনি বাংলাদেশের ‘অতিথি পাখি’। পরিবার, আর্কিটেকচার, অধ্যাপনা তার পরে অভিনয়কে রেখে জীবনের অনেকটা পথ চলে এসেছেন। ‘শুটিং’ নয়, পছন্দ করেন ‘অভিনয়’, অথচ ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’ এ ‘সোমা’ চরিত্র দেখলে মনে হয় না তিনি কোথাও অভিনয় করেছেন। কলকাতায় এসে আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘এখন মনে হয় আর একটু বেশি যদি ছবির কাজ করতে পারতাম’’। জানেন সারা বিশ্বেই মেয়েদের বেশি কষ্ট করতে হয়। বললেন, ‘‘মেয়েদের হয় পড়া-লেখা, নয় অন্য বিষয়ের যে কোনও এক দিকে মনোনিবেশ করতে হবে। সেটাই তাঁর পরিচিতি হবে। সে কেমন দেখতে তা নিয়ে ভাবনার কিছু নেই।’’