Bonny Sengupta

ইডির জেরার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে বনি, শুনুন অভিনেতার ‘স্বীকারোক্তি’

ইডি-কে সব বলে দিয়ে এসেছি। আপনারা সব জানতে পারবেন: বনি সেনগুপ্ত

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৬:২২
Share:
Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ! বিতর্কে জড়িয়েছেন টলিউডের খ্যাতনামী অভিনেতা বনি সেনগুপ্ত। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার দ্বিতীয় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে আসেন বনি। সেখানে সাংবাদিকরা তাঁকে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করলে অভিনেতা উত্তর দেন, তিনি তাঁকে চেনেন না। একাধিক বার বিভিন্ন অনুষ্ঠানে শান্তনুর সঙ্গে আপনাকে দেখা গিয়েছে, কী বলবেন? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বনি। টাকা ফেরানোর প্রশ্নেও চুপ থেকেছেন তিনি। বিদেশভ্রমণ কি শান্তনুর দেওয়া টাকায় করেছেন? জবাবে বনি বলেন, “না দাদা, ওসব আমার টাকায়”। এরপরই সাংবাদিকদের উদ্দেশে তাঁর বক্তব্য, “ইডি-কে সব বলে দিয়ে এসেছি। আপনারা সব জানতে পারবেন।”

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement