কোচবিহার থেকে কাকদ্বীপ— ৬০ দিন জেলায় জেলায় জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের ৩,৩৪৩টি পঞ্চায়েত ঘুরে দলীয় প্রার্থী বাছাই করবে তৃণমূল। ত্রিস্তরীয় পঞ্চায়েতে কী ভাবে প্রার্থী নির্বাচন হবে? দিনহাটার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, গোপন ব্যালেটে প্রার্থীর নাম লিখে জমা দিতে হবে, সেখানে নাম কিংবা ফোন নম্বর কোনও কিছু দেওয়ার প্রয়োজন নেই। শুধু ব্যালটই নয়, ফোন নম্বর বিলি করে (৭৮৮৭৭৭৮৮৭৭) তিনি আরও বলেন, কেউ চাইলে ফোন করে নিজের পছন্দের প্রার্থীর নাম বলতে পারেন। তাঁর আশ্বাস, “তৃণমূল নয়, মানুষের পঞ্চায়েত গড়বে মানুষ। প্রার্থী একজন শিক্ষক, অধ্যাপক কিংবা সমাজকর্মীও হতে পারেন। তাঁকে রাজনৈতিক রং, ধর্ম, জাতির ঊর্ধ্বে গিয়ে পাঁচ বছর পঞ্চায়েতের কাজ করতে হবে।”