কোচবিহার থেকে শুরু, ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচিতে এবার আলিপুরদুয়ারের কুমারগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসভা থেকে সরাসরি নাম করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বলেন, “ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলব, আমাকে সকাল থেকে রাত গালাগালি দিন। কিন্তু মানুষের টাকা ছাড়ুন। যাঁরা ১০টা গালি দিচ্ছেন তাঁরা ২০টা গালাগালি দিন। যাঁরা ২০টা গালাগালি দিচ্ছিলেন তাঁরা ১০০টা দিন। কিন্তু বাংলার টাকা ছাড়ুন।” আলিপুরদুয়ারে তৃণমূলের আশানুরূপ ফল না হওয়া এবং বিজেপির আসন বৃদ্ধি নিয়েও এ দিন তাঁকে ‘ক্ষোভ’ প্রকাশ করতেও শোনা গেল। তাঁর বক্তব্য, “আলিপুরদুয়ারের মানুষ যাদের জনপ্রতিনিধি করে দিল্লি পাঠিয়েছে, তারা চিঠি লিখে জানিয়েছে বাংলার টাকা আটকে রেখে দিন। পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, এই দায় আপনাদের।” অভিষেকের কথায়, “৭৭ সালে সিপিএম আসার পর, নির্বাচন এবং রাজনীতিতে সন্ত্রাসকে সুপরিকল্পিতভাবে মজ্জাগত করে দিয়ে গিয়েছিল। প্রত্যেকবার গ্রামবাংলার পঞ্চায়েত নির্বাচনে রক্তপাত হয়, আমরা তার পরিবর্তন চাইতে এসেছি।”