Weight lifting

ভারোত্তোলন প্রতিযোগিতায় যোগ দিতে নেপালে গেলেন জয়নগরের ৫৭ বছরের ‘তরুণ’ তপন

আগামী ১০ মার্চ থেকে কাঠমান্ডুতে শুরু হতে চচ্ছে জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা। সেখানে ভারতের হয়ে অংশ নেবেন জয়নগরের তপন বিশ্বাস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ১৯:৫০
Share:
Advertisement

নিজের জেদ এবং সাহসে ভর করে নেপালে ভারোত্তোলন প্রতিযোগিতায় যোগ দিতে গেলেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরের ৫৭ বছরের ‘তরুণ’ তপন বিশ্বাস। আগামী ১০ মার্চ থেকে কাঠমান্ডুতে শুরু হচ্ছে জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা। তাতে ভারতের হয়ে অংশগ্রহণ করবেন তপন। দীর্ঘ ৩৫ বছর ধরে জয়নগর মজিলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের গহেরপুর-বিবেকানন্দ সমিতির ব্যায়ামাগারে নিয়মিত চর্চা করে চলেছেন তিনি।পেশায় জয়নগর মজিলপুর জেএম ট্রেনিং স্কুলের মিড ডে মিলের রাঁধুনি তপন। পরিবার বলতে, স্ত্রী এবং দুই মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন। একই সঙ্গে দারিদ্রের মধ্যেও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। রাজ্য স্তরে ভারোত্তোলনে বহু বার চ্যাম্পিয়নও হয়েছেন। এ বার তাঁর পরীক্ষা নেপালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement