মালদহের রতুয়া-২ ব্লকের সম্বলপুর পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের বাসিন্দা বাবলু হক জন্ম থেকে অন্ধ। তাঁর বোন ইসমেতারা খাতুন, দুই ছেলে ইমরান, সোলেমান এবং মেয়ে সাবিনা খাতুনও জন্মের পর থেকে অন্ধ। এ হেন পরিবারের কাছে ‘দুয়ারে সরকার’ পরিষেবা নিয়ে পৌঁছলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহনিয়া। জেলা জুড়ে চলছে ‘দুয়ারে সরকার’ শিবির। প্রশাসনিক কর্তারা জেলার ১৫টি ব্লকের প্রত্যন্ত অঞ্চলে সরকারি সুবিধা নিয়ে হাজির হচ্ছেন। সোমবার ইসলামপুর গ্রামে যান জেলাশাসক। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরী, বিডিও নিশীথ কুমার মাহাতো এবং অন্যান্যরা। ওই প্রতিবন্ধী পরিবারটিকে ভাতা, পাকাবাড়ি, শৌচাগার এবং চিকিৎসা-সহ নানা পরিষেবা দেওয়ার আশ্বাস দেন আধিকারিকেরা।