লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ। এক মৎস্যজীবীর জালে উঠে এল দৈত্যাকৃতি একটি শংকর মাছ। তার ওজন প্রায় ৩৪০ কেজি! বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের মহিশামারি এলাকায় ধরা পড়ে মাছটি। তার পর সেটি স্থানীয় বাজারে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয়েরা জানিয়েছেন, মহিশমারি এলাকার বাসিন্দা গুরুপদ মণ্ডল-সহ ছ’জন মৎস্যজীবী বৃহস্পতিবার নৌকা নিয়ে হুগলি নদীতে মাছ ধরছিলেন। দুপুর নাগাদ তাঁদের জালে উঠে আসে বিশালাকার সেই মাছ। পরে মহিশামারি বাজারে প্রায় ২০০ টাকা কেজি দরে বিক্রি হয় মাছটি। ওই শংকর মাছটি দেখতে বাজারে ভিড় করেন বহু মানুষ।