মুখ্যমন্ত্রী হিসাবে এক যুগ। ৫ মে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে ১২ বছর পূর্ণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এই দায়িত্ব অর্পণের জন্য বঙ্গ জনতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ তৃণমূল ‘সুপ্রিমো’-র। তাঁর কথায়, “আমি অন্য নেতাদের মতো নই। সাধারণত মিথ্যা কথা বলি না। রাজনীতি আমার পেশা নয় নেশাও নয়। আমি রাজনীতি করি সমাজসেবা করার জন্য।” বৃহস্পতিবার মালদহে প্রশাসনিক সভার পর গঙ্গা ভাঙন সমস্যা সরেজমিনে দেখতে শুক্রবার মুর্শিদাবাদে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শমসেরগঞ্জে তাঁর ঘোষণা, “জলে কোটি কোটি টাকা ঢালার সামর্থ সরকারের নেই। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের ব্যাপার। ভারত-বাংলাদেশ জল চুক্তির পর বাংলার ৭০০ কোটি টাকা পাওয়ার কথা, এক টাকাও কেন্দ্র দেয়নি। তাও আমরা নিজের সাধ্য অনুযায়ী গঙ্গা ভাঙন রোধে ১০০০ কোটি টাকা খরচ করেছি। গঙ্গা ভাঙন রোধে আরও ১০০ কোটি টাকা আমি দেব।” এরপরই প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে তাঁর নির্দেশ, ১০ বছরের পরিকল্পনা করে গঙ্গা ভাঙন রোধের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। শমসেরগঞ্জের মানুষের কাছে তাঁর অনুরোধ, “নিজের বাসস্থান ছেড়ে আসতে কেউ চায় না। নদীর কাছাকাছি বাড়ি করবেন না। মাথায় রাখবেন, আগে জীবন। যেখানে জায়গা পাবেন সেখানে সরে আসুন, সরকার পাট্টা দিয়ে দেবে।”