Parambrata Chattopadhyay News
কে পরমের ‘পিয়া’? বিয়ে নিয়ে টানাটানি যেন রোজকার ঘটনা!
পিয়ার সঙ্গে মুম্বইয়ে বিয়ে সেরেছেন, দিনভর গুঞ্জন টলিপাড়ায়। এই ধরনের রটনায় এখন অভ্যস্ত পরমব্রত। অভিনেতার প্রতিক্রিয়া কী?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৮:১৩
অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী’র সঙ্গে পরমব্রতর বিয়ের গুঞ্জনে শোরগোল টলিপাড়ায়। ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছে অভিনেতার। এ বার সোজা বিয়ের গুঞ্জন! “হ্যাঁ আমি চারটে শহরে চারটে বিয়ে করেছি,” ঠাট্টার ছলে গুজব নাকচ করে দিয়েছেন অভিনেতা। এখনও সাত পাকে বাঁধা পড়েননি, তাই বিয়ের গুজব ছড়াচ্ছে, এমনটাই মনে করছেন অভিনেতা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)