প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: ঋতুরাজ, সম্পাদনা: ঋতুপর্ণা
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘শিবপুর’। পরিচালক অরিন্দমের কথায়, “আম জনতার গল্প ‘শিবপুর’। আশি নব্বই দশকে কলকাতার মাফিয়া রাজ, হানাহানি হিংসার পরিস্থিতির গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে।” একেবারে অন্য ধরনের চরিত্রে ধরা দিয়েছেন মমতা শঙ্কর।“লোকে কী বলবে জানি না। আমি খুব ভয়ে ভয়ে আছি,” বললেন অভিনেত্রী। “কলকাতায় এলে বাড়ি এসেছি মনে হয়। সবার থেকে আন্তরিক ব্যবহার পাই,” আবেগতাড়িত সায়নী। “এই ছবিটা দেখার জন্য বুকের পাটা থাকা দরকার। যাঁদের আছে তাঁরা দেখবেন। আমি নিশ্চিত তাঁদের ভাল লাগবে ছবিটা,” বললেন পরমব্রত চট্টোপাধ্যায়। “দুই নৌকায় পা দিয়ে চলছি,” কেন এমন বললেন অভিনেতা?