Raid at Baguiati Market

বাজার পরিদর্শনে এসে চোখ কপালে টাস্ক ফোর্সের! ৫০ টাকার পেঁয়াজ বিকোচ্ছে ৮০ টাকায়

বিক্রেতাদের ধমক, কথা না শুনলে ব্যবসা বন্ধের হুমকি দিলেন টাস্ক ফোর্সের সদস্যেরা।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ১২:১১
Share:
Advertisement

গত এক সপ্তাহে বাজার জুড়ে ক্রেতা বিক্রেতাদের মুখে একটিই কথা, সমস্ত সব্জি এবং পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে বাজারের হাল জানবার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারগুলির অবস্থা সরেজমিনে ঘুরে দেখতে বেরিয়েছিলেন টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যেরা। বাজারে ঘুরে অবাক তাঁরাও। দেখলেন পাইকারি বাজারের তুলনায় প্রতি সব্জিতেই গড়ে প্রায় কুড়ি থেকে ত্রিশ টাকা করে বেশি দাম নিচ্ছেন বিক্রেতারা। পাইকারি বাজারে যেখানে পেঁয়াজের দাম ৫০ টাকা, খুচরো বাজারে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। পরিস্থিতি দেখে কড়া ভাষায় বিক্রেতাদের সাবধান করে গেলেন টাক্স ফোর্সের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কোলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement