প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের সঙ্গে রথযাত্রা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। রথযাত্রার দিন মহা ধুমধামে জগন্নাথ দেব সহ বলভদ্র ও সুভদ্রাকে মাহেশের মন্দির থেকে রথে চাপিয়ে গুণ্ডিচা মন্দিরে ‘মাসীর বাড়ি’তে রেখে আসা হয়। ১৩৯৬ সাল থেকে রথযাত্রা পালিত হয়ে আসছে মাহেশে।