৫০/এ মহাত্মা গান্ধী রোডের ভোলানাথ দাস অ্যান্ড সন্স। কলকাতায় বিদেশি ঘড়ি সারাইয়ের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কলেজ স্ট্রিটের এই শতাব্দী প্রাচীন দোকানেই দম ফিরে পায় ১৫০ বছর পুরনো ‘ফোর হান্ড্রড ডেজ্’— যা একবার দম দিলে এক বছর চলে। অসুস্থ হয়ে এসে সুস্থ হয়ে ফিরে যায় অ্যানসোনিয়া টেবিল ক্লক, টেবিল চাইমিং, ওয়াল চাইমিং, ক্যালেন্ডার ক্লকের মতো ইতিহাস বহন করা ঘড়ি। তিন পুরুষের এই প্রতিষ্ঠানের শেষ পুরুষ গোপালচন্দ্র দাস। তাঁর হাতেই জ্বলছে ইতিহাস এবং অতীত সংরক্ষণের প্রদীপ।