যাদবপুর বিশ্ববিদ্যালয় ‘ইনক্লুসিভ’ শিক্ষাব্যবস্থায় বিশ্বাসী। লাইব্রেরি তৈরি হয়েছিল ছাত্রদের উদ্যোগে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ার সংখ্যা ১৫০-র বেশি। তাঁরা কেউ স্নাতক, কেউ স্নাতকোত্তরের পড়ুয়া, কেউ বি-এড, কেউ আবার পিএইচডি করছেন। তাঁদের ভরসার জায়গা এই ‘অ্যাক্সেসিবল লাইব্রেরি’। সেই লাইব্রেরিতে বর্তমানে স্থায়ী কর্মী নেই। রয়েছে অর্থাভাবও। দীর্ঘদিন কেন্দ্রীয় অর্থ সাহায্য বন্ধ এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে। লাইব্রেরিতে উন্নতমানের প্রযুক্তি আনতে, পড়ুয়াদের জীবন আরও সহজ করতে এখন প্রাক্তনী সংসদের পাশাপাশি সরকারের দ্বারস্থ বিশ্ববিদ্যালয়।