লন্ডনের দ্য ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শনশিপের ফাইনালে নামার আগে বিরাট কোহলির সামনে একের পর এক রেকর্ড ভাঙার হাতছানি। ২৮টি শতরানের মালিক ঝুলিতে আরেকটি শতরান সংগ্রহ করতে পারলেই ছুঁয়ে ফেলবেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। একটি দ্বিশতরানেই বিরাট কোহলি ছাপিয়ে যেতে পারেন রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সহবাগকেও। পছন্দের বিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭০ রান করলেই ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় পাঁচ নম্বরে চলে আসবেন বিরাট। এখনও পর্যন্ত কোহলির আগে রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাওস্কর, ভিভিএস লক্ষ্মণ এবং বীরেন্দ্র সহবাগ। আর সেটা হলে একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রানের তালিকায়ও বিরাটের স্থান হবে সচিন তেন্ডুলকর (৩,৬৩০) এবং ভিভিএস লক্ষ্মণের পরই (২,৪৩৪)।