প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: শুভাশিস
ছাত্রছাত্রী সংসদ নির্বাচন চান পড়ুয়ারা। মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনশনে বসেছিলেন টানা ১১ দিন। অনশন চলাকালীন অসুস্হ হয়ে পড়েন দুজন ছাত্র। তারপরেও আন্দোলন থামেনি। অবশেষে বিশিষ্টদের উপস্হিতিতে নিজেদের ভোট নিজেরাই করান। যাদবপুরও আওয়াজ তোলে তাঁদের সমাবর্তন অনুষ্ঠানে। পোস্টার হাতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সামনে আটকে যায় রাজ্যপালের গাড়ি। পরে রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস ছাত্র প্রতিনিধিদের ডেকে নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের সমস্যা মেটানোর আশ্বাস দেন। এইবার একই দাবি তুললেন প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মেডিক্যাল মডেলকে অনুসরণ করতে না চাইলেও তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী সংসদ নির্বাচন করানো প্রশাসনের দায়িত্ব। প্রশাসনকেই এই বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে, দাবি পড়ুয়াদের।